Dilalpur Abdul Karim High School | দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | Dilalpur Abdul Karim High School

Have you any question?

01309110248

দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

News Detail

  • By / Admin Admin
  • Mar 10, 2024

দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে সরকারি বিধি মোতাবেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী ৬.১ (খ) মোতাবেক নিম্নলিখিত পদে কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
যা যা প্রয়োজন:
প্রতিষ্ঠানের নাম: দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়
পদের বিবরণ:
 ১। পরিচ্ছন্নতাকর্মী- ১ জন
২। আয়া- ১ জন (এমপিও)
৩। অফিস সহায়ক- ১ জন
পদের  ধরন: শূন্যপদ
 পদ সংখ্যা: ৩টি 
বেতন : (৮২৫০- ২০০১০/-, কোড-২০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি/ জেডিসি/সমমান।
বয়স: ১৮-৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
আবেদনের সময়: আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদনের সময়: ৩১ মার্চ ২০২৪ তারিখ বিকেল ৪ টা পর্যন্ত 
যোগাযোগ: প্রধান শিক্ষক, মো;আব্দুল কাইয়ুম দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, ডাকঘর: দিলালপুর, উপজেলা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।