Dilalpur Abdul Karim High School | Page | SMS

Have you any question?

01309110248

History of School

২ ফেব্রয়ারি, ১৯৬৬ খ্রি. বৃহত্তর দিলালপুর ইউনিয়ন ও মাইজচর ইউনিয়নেরর (তৎকালে দিলালপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল) আপামর জনসাধারণের অবিস্মরণীয় একটি দিন। সেদিন দিলালপুর ইউনিয়নের বাগপাড়া গ্রামের ‘আন্দর’ নামে কথিত তিন একর চার শতাংশ (৩.০৪ একর) পতিত ভূমি যার এক একর ঊনিশ শতাংশ (১.১৯ শতাংশ) কান্দা ও তৎসংলগ্ন দক্ষিণাংশের এক একর পঁচাশি শতাংশ (১.৮৫ শতাংশ) ‘চান মিয়ার পুকুর’ নামে খ্যাত ভূমিতে দিলালপুর জুনিয়র এ.কে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দিলালপুৃর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন বান্তবায়নে শিক্ষাবঞ্চিত পশ্চাৎপদ বৃহত্তর ‍জনগোষ্ঠীর সার্বিক উন্নতি ও আলোকিত জীবন ধারায় সকল অজ্ঞতা, অন্ধ-গোঁড়ামি ও কুসংস্কার থেকে মুক্তির পথে যাত্রা সূচিত হয়েছিল তখন থেকেই।