দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডাটাবেজ প্রণয়নের লক্ষে শিক্ষার্থীর তথ্য ফরম পূরণে যেসকল ডকুমেন্ট/ কাগজ প্রয়োজন হবে তার তালিকা (৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত)
১. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি।
২. শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ১টি।
৩. শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্তের মেডিকেল রিপোর্টের ফটোকপি ১টি।
৪. মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি ১টি করে এবং মাতা ও পিতার মোবাইল নম্বর তাদের জাতীয় পরিচয়পত্রের (NID) পিছনে লিখে দিতে হবে।
৫. মাতা ও পিতার জন্ম নিবন্ধনের ফটোকপি ১টি করে।
৬. পিতা-মাতা দুইজনেই মৃত হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১টি ও তার মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের ফটোকপির পিছনে লিখে দিতে হবে।
৭. শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ১টি। (৮ম থেকে ১০ম শ্রেণির জন্য প্রযোজ্য)
৮. শিক্ষার্থীর প্রাথমিক/ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সনদের ফটোকপি ১টি। (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য প্রযোজ্য)
৯. পিইসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি. এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষার নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) এর ফটোকপি ১টি।
১০. শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোকপি ১টি।
[সকল তথ্য অবশ্যই সঠিকভাবে প্রদান করতে হবে।]
প্রধান শিক্ষক,
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়,
দিলালপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।