Dilalpur Abdul Karim High School | News Detail | SMS

Have you any question?

01309110248

মো. মিজবাহ উদ্দিন খান

দিলালপুর আব্দুল করিম  উচ্চ বিদ‌্যালয় দিলালপুরবাসী ও মাইজচরবাসীর এক উজ্জ্বল বাতিঘর। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার নিয়ে দিলালপুর ইউনিয়নের বাগপাড়া গ্রামে বিদ‌্যালয়টির শুভ সূচনা হয়। ১৯৬৬ সালে গ্রামীণ পরিবেশে বসবাসরত শিক্ষার্থীদের তিমিরাচ্ছন্ন মনের দুয়ার আলোক ধারায় উন্মোচন করতে প্রতিষ্ঠানটি একটি ছোট টিনের ঘরে আত্মপ্রকাশ করেছিল। যে ছোট পরিসরে জ্ঞান বৃক্ষটির জন্ম হয়েছিল তা এখন শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাচ্ছে আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব‌্যবস্থার মাধ‌্যমে। প্রতিষ্ঠানটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সদিচ্ছা অন্তরে ধারণ করে অবকাঠামোগত দিক থেকে সময়ের সাথে তাল মিলিয়ে সাফল‌্যের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের সংসদ সদস‌্য মহোদয় জনাব আলহাজ্ব মো. আফজাল হোসেনের সুদৃষ্টির ফলে বিদ‌্যালয়ের অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অনেক উন্নয়ন সাধিত হয়েছে এবং হচ্ছে। যার ফলে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ভিশন ২০৪১ এর সফল পথচলার মাধ‌্যমে বিদ‌্যালয়ে মাল্টিমিডিয়ার ব‌্যবহার ও অনলাইনে পাঠদান করার পথ আরো সুগম হচ্ছে।


শিক্ষকবৃন্দের ত‌্যাগ ও পরিশ্রমের ফলে বিদ‌্যালয়টি দিগ-দিগন্তে জ্ঞানের মশাল প্রজ্বলিত করছে। সৃজনশীল ও নৈতিক শিক্ষার পাশাপাশি তাদের আধুনিক বিজ্ঞানসম্মত মানসিকতা গড়ে তুলতে অনবদ‌্য ভুমিকা পালন করছে।


অর্ধশত বছর পেরিয়ে আসা প্রতিষ্ঠানটি নবীন-প্রবীণ সকল শিক্ষার্থীকে আনন্দের অমিয় ধারায় প্লাবিত করে দিয়ে স্বীয় সম্মান অক্ষুণ্ণ রেখে চলেছে। আশাকরি, এই ডাইনামিক ওয়েবসাইটটি বিদ্যালয়ের চলার পথে আরো পাথেয় যোগ করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে ব্যাপক ভূমিকা রাখবে ও বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে।



ধন‌্যবাদান্তে-

মনজুর আলম

সভাপতি

দিলালপুর আব্দুল করিম  ‍উচ্চ বিদ‌্যালয়