মানুষের জীবনে মাত্র তিনটি জিনিস প্রয়োজন বই-বই-বই। পৃথিবীর যাবতীয় জ্ঞান সঞ্চিত আছে বিভিন্ন গ্রন্থাবলিতে। বই মানুষের সুকুমার প্রবৃত্তি, জ্ঞানস্পৃহা, আত্মার জাগরণ ও মূল্যবোধের স্ফুরণ ঘটায়। মানুষ সংস্কৃতির পরিমণ্ডলে বেড়ে উঠলেই সংস্কৃতিবান, এটা বলা যাবে না। সংস্কৃতিবান হতে হলে অবশ্যই তাকে জ্ঞানচর্চার সঙ্গে থাকতে হবে। দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্যে উদ্দীপ্ত হতে হবে। হতে হবে দেশপ্রেমে মূল্যবোধ নির্ভর আত্মবিশ্বাসী ও নীতি নৈতিকতাবোধ সম্পন্ন আদর্শ মানুষ। প্রত্যেক প্রথা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবচেয়ে বড় কথা হৃদয়ের চর্চা করতে হবে। কারণ হৃদয়ের গভীর থেকেই অনুপ্রেরণা ও উদ্দীপনা তৈরি হয় যা সৃজন বৃদ্ধিতে কাজে লাগে।
মনুষ্যত্বের দীক্ষাই হবে শিক্ষার প্রধান উদ্দেশ্য। আর শিক্ষা যেন ভালোভাবে বাঁচবার আগ্রহকে জন্ম দেয়, বুদ্ধিকে প্রখর করে, সমাজবোধের ধারণা দেয়, বিচার-বিবেচনা করে গ্রহণ বর্জনের শক্তি দেয় শিক্ষার্থীকে। মনুষ্যত্ব বিকাশে শিক্ষকের ভূমিকা অতুলনীয় কারণ, একজন শিক্ষকের প্রভাব কোথায় গিয়ে থামবে, সেটা তিনি নিজে কখনও বলতে পারেন না। সমুদ্রগামী জাহাজের জন্য যেমন নাবিক, সমাজ বা দেশের পক্ষেও তেমনি শিক্ষক।
শিক্ষা সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। তাই সমাজ পরিবর্তন ও সামাজিক উত্তরণ যদি কোনো জাতির কাম্য হয় তবে, শিক্ষাকে যথাযোগ্য গুরুত্ব দিতে হবে।
দিলালপুর আব্দুল করিম বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর আলো বিতরণে বাতিঘরের ন্যায় শিখা প্রজ্জ্বলন করছে। প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষকগণের ঐকান্তিক নিষ্ঠা, শ্রম, মেধা ও আন্তরিকতার ফলে প্রতিষ্ঠানটির মর্যাদা, সম্মান ও গৌরব ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে।
আমি অত্র বিদ্যালয়ের প্রাক্তর ছাত্র হিসেবে এর সফলতা ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।
ড. মোহাম্মদ নাজিমুল হক
প্রাক্তন ছাত্র,
এস.এস.সি
দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়।