আমাদের স্কুলে ডাইনামিক ওয়েবসাইট চালু হয়েছে জেনে খুব আনন্দিত হয়েছি। আধুনিক যুগ প্রযুক্তির যুগ। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আইসিটি বিদ্যায় পিছিয়ে থাকার সুযোগ নেই। তুমুল প্রতিযোগিতার এই কঠিন সময়ে প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ আপডেট সম্যক অবহিত থাকতে হয়। নিজেদের অধিত বিষয়সমূহ ছাড়াও অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় তথ্যসমূহ সংগ্রহ. সংরক্ষণ ও বিনিময়ের উত্তম মাধ্যম হতে পারে এই ওয়েবসাইট। সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে সার্বক্ষণিক সেতু বন্ধন হতে পারে এটি। সম্মানিত স্কুল ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক মহোদয়কে এই শুভ কাজের জন্য ধন্যবাদ জানাই। ঘোড়াউত্রা বিধৌত আমার জন্মস্থান দিলালপুরের আব্দুল করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়টি এখন বহুদূর এগিয়ে গেছে। ক্রীড়া, বিতর্কসহ বিভিন্ন কো-কারিকুলাম কার্যক্রমেও এ প্রতিষ্ঠান উতরোত্তর উন্নতি করছে। এ প্রতিষ্ঠানটির মুখ উজ্জ্বল করতে ওয়েবসাইটটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি। সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা রইল।
মোহাম্মদ জাকীর হোসেন
প্রাক্তন ছাত্র
এসএসসি - ১৯৮০