দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ১৯৬৬ খ্রি. সালে দিলালপুর ইউনিয়নের বাগপাড়া গ্রামে দিলালপুর ও মাইজচর ইউনিয়নের জনগণের সহযোগিতায় সৈয়দ সিরাজুল হুদা (তৌফিক) সাহেব প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের জমি দান করেন বিদ্যালয়টি যার নামে প্রতিষ্ঠিত অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিম সাহেবের পুত্র জনাব এনায়েত করিম সাহেব। তিনি ০৩.০৪ (তিন একর চার শতাংশ) একর জমি দান করেন। প্রতিষ্ঠার পর থেকেই দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় সুনামের সাথে অত্র অঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে ব্যাপক ভুমিকা রেখে আসছে। পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও সমান জোর দেওয়া হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য প্রায় সকল ইভেন্টে অংশগ্রহণ করে আসছে এবং সফলতাও অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের বিতর্ক দল পরপর তিনবার বাংলাদেশ টেলিভিশন আয়োজিত মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সমকাল আয়োজিত বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে, বিভিন্ন জাতীয় অনুষ্ঠাএন বাজিতপুর উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় উপজেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এই ধারাবাহিকতা বজায় আছে।

বৃহত্তর দিলালপুর ইউনিয়ন ও মাইজচর ইউনিয়নের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় যা অদ্যাবধি চলমান আছে।

অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। ছেলে মেয়ে একই ক্যাম্পাসে আলাদা শাখায় ও আলাদা আলাদা ভবনে পাঠদান করানো হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে দুটি অংশে বিভক্ত। এক অংশে ছেলেদের শ্রেণিকক্ষ ও অন্য অংশে মেয়েদের শ্রেণিকক্ষ। বিদ্যালয়ে বিজ্ঞানাগার, আইসিটিডি ডিজিটাল ল্যাব, সুপরিসর গ্রন্থাগার, ভাষা ক্লাব, সততা চর্চায় দুর্নীতি দমন কমিশনের আওতায় সততা সংঘ পরিচালিত সততা স্টোর রয়েছে।